বাউফলে স্লোব-বাংলাদেশ উদ্যোগে ৪০০ জনকে খাদ্য সামগ্রী সহায়তা

  বাউফলে স্লোব-বাংলাদেশ উদ্যোগে ৪০০ জনকে খাদ্য সামগ্রী সহায়তা

দোলোয়ার হোসেন //: পটুয়াখালীর বাউফলে বেসরকারি উন্নয়ন সংস্থা স্লোব-বাংলাদেশ উদ্যোগে করোনা ভাইরাসের কারনে ৪০০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । গত সোমবার দুপুরে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
এ সময় ইপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক শেখ মোঃ জুনায়েত আলী,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হানিফ,কর্মসূচী পরিচালক সহিদুল ইসলাম সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ও বৃন্দ।
 কর্মহীন মানুষের মধ্যে ১ কেজি চাল,২কেজি আটা, কেজি আলু,১কেজি পিয়াজ,১কেজি চিনি,  কেজি লবন,  কেজি মশুর ডাল,১রকাজ সয়াবিন তেল, ১টিসাবান ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক শেখ জুনায়েত আলী বলেন, এর আগে উপজেলায় ১১৩১জন কর্মহীন মানুষের মাঝে প্রশাসনের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরন করা হযেছে ।