বাউফলে স্কুল ছাত্রীকে মারধর: প্রতিবাদে মানব বন্ধন

 বাউফলে স্কুল ছাত্রীকে মারধর: প্রতিবাদে মানব বন্ধন

বাউফল ( পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফলে স্কুল চলাকালিন সময়ে এক  স্কুল ছাত্রিকে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার বেলা ১১টায় উপজেলার কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বুধবার সকাল ৭টায় কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রি নুসরাত জাহান মিম স্কুলে আসার পথে সোহাগ হাওলাদার একটি ডায়রী ও কলম উপহার দিতে চায়। মিম সেটি নিতে অস্বীকার করে। এর কিছু সময় পরেই সোহাগ স্কুলের শ্রেনী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। পরে মিমকে কুরুচিপূর্ণ গালাগাল করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় স্কুল প্রধান বিদ্যালয়ে উপস্থিত থাকলেও তিনি কোন ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, ছাত্রির পরিবার থানায় যাওয়ায় কোন ব্যবস্থা নেইনি। 
এ আপত্তিকর ঘটনার প্রতিবাদে  অনুষ্ঠিত মানববন্ধনে অভিভাবক মো: কামরুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য জহিরুল ইসলাম, শিক্ষক আবু হোসেন মিরন ও হামিদুল হক। এসময় বক্তরা ঘটনার সাথে জড়িত স্থানীয় শফি হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার (২৫) কে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
বাউফল থানার ওসি (তদন্ত) মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, তারা মৌখিক ভাবে জানিয়েছেন, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।