বাউফল পৌর মেয়রের রিক্সা বিতরণ

বাউফল পৌর মেয়রের রিক্সা বিতরণ

প্রতিনিধি বাউফল
পটুয়াখালী বাউফলের অসহায় একটি পরিবার প্রধানকে দেয়া হলো রিক্সা। গতকাল বৃহস্পতিবার বাউফল পৌর মেয়র তার ব্যক্তিগত অর্থায়নে এ রিক্সাটি প্রদান করেন।
জানা গেছে, সহজ সরল সাদা মনের মানুষ সাইফুল ইসলাম। উপজেলার হোসনাবাদ গ্রামে তার বাড়ি। হাটে বাজারে চিনা বাদাম ও ঝাল মুড়ি বিক্রি করে ৬ সদস্য পরিবারের দায়িত্ব পালন করছেন। আয়ের একমাত্র ব্যক্তি বাবা আবদুস সালাম হঠাৎ করে বিছানায় পরে গেলে সংসারের হাল ধরতে হয় তাকে। সামান্য রোজগারের আয় দিয়ে অুসস্থ্য বাবা মায়ের ঔষধ হয় কিনতে প্রতিনিয়িতই হিমশিম খেতে হচ্ছে তাকে। একবেলা  আধবেলা খেয়ে না খেয়ে বৃদ্ধ বাবা মায়ের জন্য চিকিৎস্যা পত্রের ব্যায় বহন করতে হয়। দুই বছর আগ থেকে তার শুরু হয় বিভিন্ন হাট বাজারে মাথায় করে ঝালমুড়ি ও বাদাম বিক্রির কাজ। কিছুদিন আগে চোখে পরে বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের নজরে। সহজ সরল ছেলেটির মাথায় হাত ভুলিয়ে দিতে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। পৌর মেয়র দায়িত্ব নেন সাইফুলের। গতকাল বৃহস্পতিবার তার হাতে তুলে দেন ফেরি করে মালামাল বিক্রি করার একটি গাড়ি। আশ্বাস দেন পরিবারটির পাশে থাকার। গাড়িটি পেয়ে  সাইফুল বলেন, স্যার খুব ভালো, আমাকে ঝড়িয়ে ধরে আদর করেছে, কিনে দিয়েছে একটি গাড়ি। আমার অসুস্থ্য বাবা মা তার জন্য অনেক দোয়া করেছেন। বাউফল পৌর সচিব  মঈনুল হক জানান, গাড়ি তৈরীতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। বাউফল পৌর মেয়র মহোদয় তার ব্যক্তিগত অর্থায়নে পরিবারটির ভরনপোষনের জন্য এটি তৈরী করে দিয়েছেন।