বাউফলে ইউপি উপনির্বাচনে নৌকা পেলেন ইব্রাহিম ফারুক

বাউফলে ইউপি উপনির্বাচনে নৌকা পেলেন ইব্রাহিম  ফারুক
মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি মনোণীত প্রর্থিী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি তিনবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক । গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত মোতাবেক ইব্রাহিম ফারুকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে ঘোষনা করা হয় । সুত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সংশ্লিষ্ট ইউনিয়নে তৃণমূল আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত প্রেরিত ৭ জনের নাম কেন্দ্রীয় আওয়ামীলী কার্যালয় পাঠানো হয়েছিল । সেখানে ইব্রাহিম ফারুকের নাম ১ নম্বরে ছিল । আজ সোমবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত পত্র ধানমন্ডি আওয়ামীলীগ কার্যালয় থেকে ইব্রাহিম ফারুকের পক্ষে গ্রহন করেন বাউফল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও এমপি আ.স.ম ফিরোজ এপিএস আনিচুর রহমান ও কেন্দ্রীয় উপ-আওয়ামীলীগ কমিটির নেতা জহিরুল হক শাহিন । উল্লেখ্য, চলতি বছরের ৭ ফেব্রæয়ারি বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯ ফেব্রæয়ারি শপথ নেয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। অপরদিকে দুই নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বরও ২৪ ফেব্রæয়ারি মৃত্যুবরণ করেন। একারণে আগামি ২৭ জুলাই উল্লেখিত ইউনিয়নে চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।