বাউফলে খালের সঙ্গে বাথরুমের সংযোগ দুষিত হচ্ছে পানি

বাউফলে খালের সঙ্গে বাথরুমের সংযোগ দুষিত হচ্ছে পানি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর বাউফলে পয়ঃনিস্কাশনের জন্য ভেতর থেকে পাইপের মাধ্যমে খালের সঙ্গে সংযোগ দেয়া হয়েছে বাথরুমের। এতে দুষিত হচ্ছে পানি । দুষিত সেই পানি আবার ব্যবহার হচ্ছে নানা কাজে। বিশেষ করে হোটেল রেস্তোরার খাবার তৈরিতে ব্যবহার হচ্ছে খালের পানি। আর দোকানের চা তৈরির জন্য খালের পানির বিকল্প নেই। সেক্ষেত্রে নিজের অজান্তেই মল-মূত্র মেশানো খালের পানি প্রতিনিয়ত খাচ্ছেন অসংখ্য মানুষ। এই চিত্র বাউফলের কালাইয়া, বগা, নুরাইনপুর, কালিশুরী ও পৌরশহরসহ গ্রামাঞ্চলে রয়েছে।
 এক অনুসন্ধানে জানা গেছে, উপজেলা সদর, কালাইয়া মহাজন পট্টি, সদর রোড, পৌরশহর, কালিশুরী ও বগা বন্দরের খালের পাশে গড়ে তোলা প্রায় প্রতিটি বাসা বাড়ির টয়লেট কিংবা বাথরুমের সেফটি ট্যাংক নেই। এসব বাসা বাড়ির বাথরুমের পয়ঃনিস্কানের সংযোগ দেয়া হয়েছে খালের সঙ্গে। ফলে প্রতিনিয়ত দুর্গন্ধে পরিবেশ বিগ্নিত হয়ে উঠছে। কালিশুরীর লঞ্চঘাট সংলগ্ন তার বাসার সামনে থাকা পাবলিক টয়লেট খোলা থাকায় সেখানকার শতাধিক পরিবার মহা ভোগান্তির শিকার হচ্ছেন। মলমূত্রের দুর্ঘন্ধে ওই এলাকার বসতবাড়িতে কোন অতিথি আসেন না।
হাট-বাজারের অধিকাংশ চায়ের দোকানের পাশাপাশি হোটেল রেস্তোরায় সকল কাজেই খালের পানি ব্যবহার করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস’র পরিচালক আবদুল খালেক বলেন, সরাসারি মল-মূত্র মেশানো খালের পানি ঘন্টা ধরে ফুটালেও জীবানুমুক্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই দোকানের চা খেয়ে অনেকেই দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে জিও এনজি উদ্যোগে স্যানিটেশন কার্যক্রম অব্যাহত থাকলে সাধারন মানুষ পূর্বেও অবস্থায় ফিওে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, খালের সংলগ্ন বাসাবাড়িতে টয়লেট খালের সঙ্গে সংযোগ দেয়া হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদ উপজেলা জনস্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা দেখেও না দেখার ভান করেছে।