বাউফলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বাউফলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

দোলোয়ার হোসেনঃ  বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসন্ন। করোনাকালে সীমাবদ্ধতা থাকলেও পুরোদমে এগিয়ে চলছে পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গাপুজার প্রতিমা তৈরির কাজ। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পেীরসভার ৬৯ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা । আগামী ২২ অক্টোবর মহাষষ্ঠী তিথির মধ্য দিয়ে শুরু হবে পূজা অর্চনা ও ২৬ অক্টোবর বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
পূজার সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যবস্তা বেড়েছে প্রতিমা শিল্পীদের। উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা যায়,কাদা-মাটি, বাঁশ,খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
বাউফল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত (সনু) সাহা বলেন,মহামারী করোনার প্রভাবে এ বছর সার্বজনীন দুর্গোৎসবের আনন্দ অনেকটাই ¤øান হতে চলছে। এবছর উপজেলায় পৌরসভাসহ  মোট ৬৯ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারনে এবার স্বাস্থ্যবিধি ও সরকারের সব নির্দেশনা মেনে পূজা করতে হবে।