বাউফলে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী পালিত

বাউফলে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী পালিত

দেলোয়ার হোসেন, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের রুপকার এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ অফিসে জনতা ভবনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
 উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত রিয়াজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি ।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্টার পর থেকেই নেতা কর্মীরা বিভিন্ন আন্দোলন,সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলা সহ সব সময় জনগনের ক্ষেতমতের জন্য মাঠে থাকে। বিশেষ করে করোনাকালীন সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংক্রমণ রোধে জনসচেতনা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করেছে।
আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মবার্ষিকীর কেক কাটার পর তিনি আলোচনায় সভায় বলেন, সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে স্বার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি মোশারেফ হোসেন খান,সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি শামসুল আলম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সূর্যমনী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ:সভাপতি আমিরুল ইসলাম লিটন,উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ,যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল,পৌরযুবলীগের সভাপতি মামুন খান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক সহ প্রমুখ ।