বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সাইবার ৭১

বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে সাইবার ৭১

দূর্জয় দাস, বরিশাল.লাইভ ডেক্সঃ  বাংলাদেশের  প্রায় সকলেই হোম কোয়ারেন্টাইনে আছে। এই সময় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে অনলাইনে ফেসবুকে লানিং সাইবার ৭১ গ্রুপের মাধ্যমে বিনামূল্যে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ শুরু করেছে সাইবার ৭১। অনলাইন কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে কাজ করছেন সাইবার ৭১ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও এরিনা ওয়েব সিকিউরিটির ডিরেক্টর তানজিম আল ফাহিম। হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে ও অবসর সময়গুলো কাজে লাগানোর  জন্যই ইথিক্যাল হ্যাকিং এর বেশ কিছু টপিক নিয়ে বিনামূল্যে অনলাইন কোর্স পরিচালনা করে যাচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা হ্যাকিং এর ভাল দিক, খারাব দিক, সোস্যাল মিডিয়ার পোস্ট হওয়া মিথ্যা সংবাদ, গুজব, ও সঠিক খবর যাচাই- বাচাই, বিভিন্ন সংবাদের সোর্স খুজে বের করার নিয়মসহ আনেক প্রয়োজনিয় বিষয় শিখতে পারছে, এছাড়াও অনলাইনে ফ্রিলান্সি সর্ম্পকে বেশ কিছু ধারনা দেওয়া হচ্ছে । সাইবার ৭১ এর লানিং সাইবার ৭১ গ্রুপ ঘুরে দেখা গেছে শিক্ষার্থী খুব সচেতন ভাবে প্রতিদিনের হোম ওয়ার্ক  জমা দিচ্ছে। এবং  লানিং সাইবার৭১ গ্রুপের সার্পোট টিম  প্রতিটি ক্লাসের পরে  শিক্ষার্থীদের  সার্পোট দিয়ে যাচ্ছে।