বীর বাঙ্গালীর বীর সন্তানের প্রস্থান বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের শোক

বীর বাঙ্গালীর বীর সন্তানের প্রস্থান বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের শোক

বরিশাল.লাইভ ডেক্স:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের প্রত্যন্ত পল্লীতে ১৯৪২ সালে রত্নগর্ভা মায়ের কোল জুরে আসেন শামসুল আলম তালুকদার। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম পদকে ভূষিত করেন। পরবর্তীতে বর্তমান সরকার ২০১৭ সালে তাকে বীর উত্তম স্বর্নপদক প্রদান করেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত  রোগে ভুগতেছিলেন। বৃহস্পতিবার বিকাল ৪: ৪৭ মিনিটের সময় তিনি রাজধানীর এভারগ্রীন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 পটুয়াখালী জেলার একমাত্র বীর উত্তম খেতাবধারী এই সন্তানের মৃত্যুর খবরে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনে নামে শোকের ছায়া। তার মৃত্যুতে বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোক প্রকাশ করা হয়েছে।