শেখ হাসিনা মহিয়সী নারী ....প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

শেখ হাসিনা মহিয়সী নারী ....প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

এম অহিদুজ্জামান ডিউক,  বাউফল প্রতিনিধি
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম বলেছেন, শেখ হাসিনার মত একজন মহিয়সী নারী বাংলাদেশের সরকার প্রধান আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নত দেশের কাতারে পৌছাতে পেরেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে আজ টাকার কোন অভাব নেই। নদীর ভাঙন রোধে যে কোন প্রকল্প দ্রুত বাস্তবায়নে এখন আর কোন বাধা থাকবেনা। বাউফলের নদী ভাঙন কবলিত এলাকা রক্ষার জন্য খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। এখনকার নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষদের দুঃখ দূর্দশা অচিরেই রোধ করা সম্ভব হবে। শনিবার দুপুরে প্রমত্তা তেঁতুলিনা নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত বাউফলের ধুলিয়া, নাজিরপুর, কেশবপুর ও পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ভাবে আয়োজিত একাধিক সমাবেশে প্রধান অতিথির বক্তবে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ কথা বলেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বাউফলের এমপি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক খালেকুজ্জামান, স্থানীয় সরকার পটুয়াখালী এর উপসচিব এটিএম হেমায়েত উদ্দিন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। ওই সময় সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নদী ভাঙনের কবলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সমাবেশে অংশ গ্রহন করেন।