সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হওয়ায় বাউফলে শোকের ছায়া

সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হওয়ায় বাউফলে শোকের ছায়া

মোঃ দেলোয়ার হোসেন বাউফল: বরিশাল-ঢাকা মহাসড়কের জাজিরা নামক এলাকায় রোগীবাহি অ্যাম্বুলেন্স ও এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী  ট্রাকের মধ্যে সংর্ঘষে নিহত ৬ জনের মধ্যে  দুই জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে। নাম জাহানারা বেগম (৫০) ও মিস্টি আক্তার (২৫)। সম্পর্কে দুজন মা ও মেয়ে। তারা আমেরিকা প্রবাসী। গত তিন মাস আগে তারা বাড়ি আসেন। নিহত জাহানারা বেগমের স্বামী বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।
নিহত জাহানারা বেগমের বড় ভাই একই ইউনিয়নের আনারশিয়া গ্রামের বাসিন্দা আশ্ররাফ আলী খান (৭৫) জানান, সোমবার (১৬ জানুয়ারি) তার বোন  জাহানারা বেগম অসুস্থ  হয়ে পরলে  আমেরিকা প্রবাসী বোনের মেয়ে মিষ্টি তাকে বরিশালের বিএম কলেজ এলাকার কলেজ এ্যাভিনিউর বাসা থেকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত আনুমানিক ৩ টার দিকে এ দুর্ঘটনার শিকার হন। তার বোন ও ভাগ্নি ছাড়াও  সাথে রাব্বি (২৮) নামের এক স্বজন ও মিষ্টির শিক্ষক সাংবাদিক মাসুদ রানা ছিল। এছাড়াও  এম্বুলেন্সের ড্রাইভার ও তার এক সহযোগীসহ মোট ৬ জন মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ খবর শুনে তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পরেছেন। নিহত পরিবারে শোকের মাতম চলছে।
এদিকে নিহত জাহানারা বেগমের স্বামীর বাড়ির এক স্বজন জানিয়েছেন  নিহত মা ও মেয়ের লাশ আজ মঙ্গলবার রাতেই বাউফলের কাছিপাড়া  ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে দাফন করা হবে। এদিকে এই মর্মান্তি ঘটনার খবর শুনে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।