ব্রাসেলসে ব্রেক্সিট বৈঠক, আস্থা ভোটে জিতলেও স্বস্তি নেই টেরেসার

ব্রাসেলসে ব্রেক্সিট বৈঠক, আস্থা ভোটে জিতলেও স্বস্তি নেই টেরেসার

বরিশাল লাইভ অনলাইন ডেক্স:

আস্থা ভোটের ফাঁড়া কাটালেন টেরেসা মে। তবে এখনও তাঁর মাথার উপরে ব্রেক্সিট খাঁড়া ঝুলছে।

কনজ়ারভেটিভ নেত্রী তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তাঁর দলের ৪৮ জন এমপি। দলের রাশ নিজের হাতে রাখতে গেলে কমপক্ষে ১৫৮টি ভোট লাগত টেরেসার। কাল রাতের ভোটাভুটিতে দেখা যায়, তিনি পেয়েছেন ২০০টি ভোট। ফলে আগামী এক বছরের জন্য কনজ়ারভেটিভ পার্টির নেতৃত্বে টেরেসাকে আর চ্যালেঞ্জ করা যাবে না। তবে প্রধানমন্ত্রী নিজেই জানিয়ে দিয়েছেন, ২০২২-এর নির্বাচনে তিনি আর দলের নেতৃত্ব দেবেন না।

১১৭টি ভোট গিয়েছে টেরেসার বিপক্ষে। ফলে তাঁর চলার পথে যে কাঁটা ছড়ানো থাকছে, তা বেশ টের পাচ্ছেন টেরেসা। সেই কাঁটার মধ্যে সব থেকে বড় কাঁটা— ব্রেক্সিট। যাকে ঘিরেই দলের ভিতরে-বাইরে এত সমালোচনার মুখে পড়ছেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রীর বাসভবন ১০, ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে টেরেসা বলেন, ‘‘দেশকে পূর্বপরিকল্পিত পথে নিয়ে যাব। দেশের মানুষ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করব। সব দলের সব এমপির কাছে অনুরোধ, আপনারা সবাই এ দেশের মানুষের সিদ্ধান্তকে সম্মান জানান।’’ দলের একটা বড় অংশ যে তাঁর বিপক্ষে, তা মেনে নিয়ে টেরেসা বলেন, ‘‘যাঁরা আমার বিরুদ্ধে মত দিয়েছেন, তাঁদের জন্যই আমি ফের ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করব।’’ আজকেই ইইউ-এর

সদর দফতর ব্রাসেলসে চলে গিয়েছেন টেরেসা। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলে টেরেসা দেখবেন, ব্রেক্সিট চুক্তিতে বিক্ষুব্ধ ব্রিটিশ এমপিদের প্রস্তাবিত বদল আনা যায় কি না।