পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (মোহন মিয়া) কলেজ’র ভিত্তি প্রস্থর স্থাপন

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (মোহন মিয়া) কলেজ’র ভিত্তি প্রস্থর স্থাপন

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী সদর উপজেলাধীন ২নং বদরপুর ইউনিয়নের শিয়ালীতে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া কলেজ এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া কলেজ পটুয়াখালীর শ্রেষ্ঠ কলেজ হবে এ প্রত্যাশা তার। কলেজের অধ্যক্ষ মিসেস তাহেরা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খলিলুর রহমান মোহন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ শফিকুর রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য, বরিশাল বিএম কলেজের শিক্ষক ড. কাইউম উদ্দিন আহমেদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃক্ষ রোপন করেন।