উপকূলের জন্য আলাদা বাজেট-স্বতন্ত্র মন্ত্রনালয়ের দাবী ১২ নভেম্বর উপকূল দিবস বাস্তাবয়নের দাবীতে মানববন্ধন

উপকূলের জন্য আলাদা বাজেট-স্বতন্ত্র মন্ত্রনালয়ের দাবী ১২ নভেম্বর উপকূল দিবস বাস্তাবয়নের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী :
উপকূলীয় এলাকার মানুষের সুরক্ষার জন্য আলাদা বাজেট ও স্বতন্ত্র মন্ত্রনালয়ের দাবীসহ ১২ নভেম্বর উপকূল দিবস বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম পটুয়াখালী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি কাজী সামসুর রহমান ইকবালের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পটুয়া খেলাঘর আসরের সভাপতি প্রফেসর একেএম শহিদুল ইসলাম, শিক্ষাবীদ ও নাট্যজন প্রফেসর এম নুরুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কর্মাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি গাজী হাফিজুর রহমান শবীর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারান সম্পাদক এডভোকেট উজ্জল বোস, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলমগীর বলেন ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলে যে মহাপ্রলয় অনুষ্ঠিত হয়েছিলো তার বাস্তব সাক্ষী তিনি নিজে। চোখের সামনে হাজার হাজার মানুষের মৃতদেহ দেখেছেন। সেই কঠিন সময়কে অতিক্রম করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। আজকে যারা এ কর্মসূচীর আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন,পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। উপকূলের মানুষের সুরক্ষার জন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে উপকূলীয় এলাকার মানুষের জন্য বাজেটে আলাদা বরাদ্দ এবং তার বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রনালয়ের দাবী করেন।
মানবন্ধনে টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সদস্যবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন সুন্দরম,বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা,পটুয়াখালী আবৃত্তি মঞ্চসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন।
এ সময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো.জাফর খান কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করেন।