বাউফলে খাদ্য সহায়তা দিলেন কাউন্সিলর

বাউফলে খাদ্য সহায়তা দিলেন কাউন্সিলর

প্রতিনিধি বাউফল
পটুয়াখালী বাউফলের ৬শত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণে ব্যাতিক্রমী উদ্দ্যেগ নিয়েছেন কাউন্সিলর হুমায়ুন কবির। মঙ্গলবার সকাল ৯টায় পৌর শহরের ৪নং ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শহরের প্রতিটি ঘরের দোর গোড়ায় সহায়তা পৌছে দেন তিনি। ওই সময় প্রত্যেক পরিবারের মধ্যে দেয়া হয় ১০কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি পিঁয়াজ ও ১টি সাবান। কাউন্সিলর জানান, মহাঘাতক করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য পৌরসভার ৪নং ওয়ার্ডে ৬শত পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে এ  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো জানান, ওয়ার্ডের প্রায় ১৬০০ ভোটার, ৪০০টি ঘর, ১০৬টি ভাড়াটিয়া পরিবার, ২৯জন কাজের লোকসহ বিভিন্ন এলাকার চা দোকানদার ও হোটেল ব্যাবসায়ী রয়েছে। তাদের প্রত্যেকের জন্য এ খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মদনপুরা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার,  মুক্তিযোদ্ধা সমাজ সেবক ও প্রথম শ্রেনীর ঠিকাদার গোলাম হোসেন সিকদার ও ইঞ্জিনিয়ার খালিদ হাসান।