পটুয়াখালী লাউকাঠী খেয়াঘাটে নদীর উপড়ে সেতু নির্মানের দাবিতে মত বিনিময় ও আলোচনা সভা

পটুয়াখালী লাউকাঠী খেয়াঘাটে নদীর উপড়ে সেতু নির্মানের দাবিতে মত বিনিময় ও আলোচনা সভা
পটুয়াখালী লাউকাঠী খেয়াঘাটে নদীর উপড়ে সেতু নির্মানের দাবিতে মত বিনিময় ও আলোচনা সভা

আব্দুল আলীম খানঁ পটুয়াখালী : গত ৩১/০৮/১৮ ইং তারিখে লাউকাঠী খেয়াঘাটে পাকা সেতু নির্মানের দাবিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে মত বিনিময় সভা করেছে অত্র এলাকার জনগন।মোট ৪ টি স্থানে একি দিনে মত বিনিময় করেন উল্লেখ্য স্থান  মৌকরন বাজার জামে মসজিদের সামনে সকাল ১০ ঘটিকায়, জামুরা প্রাথমিক বিদ্যালয় বিকাল ৪ টা, শ্রীরামপুর হাই স্কুলে বিকাল ৫ টা, তাফাল বাড়িয়া বাজারে সন্ধ্যা ৭ টায় একিদিনে আলোচনা সভা করে এবং ০১/০৯/১৮ ইং তারিখ লাউকাঠী শহীদ স্মৃতি-বিদ্যানিতন হাই স্কুলে ও একটি মত বিনিময় সভার আয়োজন করে।আলোচনার বিষয় তুলে ধরে দীর্ঘ দিন যাবত লাউকাঠী খেয়াঘাট মানুষের মরন ফাদঁ ঘাটের দক্ষিন পারস্থ কাঠের সিড়িটি ভেঙে প্রায় বিলীন জোয়ারের পানিতে মানুষ কোমর সমান পানিতে নেমে খেয়ায় উঠতে হয়।ফলে অনেকে হাত-পা ভেঙে আহত ও হয়েছে।এনিয়ে লাউকাঠী জনগনের সাথে একত্রিত মত প্রকাশ করে শ্রীরামপুর,মৌকরন,মুরাদিয়া ও দুমকিবাসী একই ভাবে সেতু নির্মানের দাবিতে মত প্রকাশ করে এবং আগামী ৬ সেপ্টেম্বর ২০১৮ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় লাউকাঠী খেয়াঘাটে নদীর উপরে সেতু নির্মানের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানের কর্মসুচি পালনের ঘোষনা করে আলোচনা সভাটিতে অংশ নেবে কয়েকটি ইউনিয়নের জনগন।