বাউফলে ৪২ টন চাল জব্দ; শখি তুমি কার ?

বাউফলে ৪২ টন চাল জব্দ; শখি তুমি কার ?

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল:
পটুয়াখালীর বাউফলের বগা ইউপির বাজারে নদী পথে আসা ৪২টন সরকারী চাল নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। প্রকৃত হোতারা ধোরা ছোঁয়ার মধ্যে না আসায় দুই উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে চলছে এ গুঞ্জন।  ইতিমধ্যে আটককৃতরা হিজলা উপজেলা থেকে সরকারি চাল কম মূলে ক্রয় করে নিয়ে আসছেন বলে প্রশাসনের কাছে স্বীকার করেছেন। কিš‘ হিজলা ও বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা জানিয়েছেন এ তাদের চাল নয়। কিš‘ কার এ চাল? জানা গেছে, হিজলার বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা ওই ৪২টন সরকারী চাল বাউফলে পাচার করে। ঘটনা ধামাচাপা দিতে আটককৃতদের ছাড়িয়ে নিতে তদবির চালা”েছ ওই প্রভাবশালী মহল। এদিকে উদ্ধারের ৪দিনেও এই বিপুল পরিমান চাল কোথা থেকে আসলো তা বের না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। চলছে নানা গুঞ্জন। ইতিমধ্যে আটক সাজাহান ও জয়নাল চৌকিদার স্বীকার করেছে বরিশালের হিজলা উপজেলার সেলিম ও দুলাল নামে দুই ব্যবসায়ীর গোডাউন থেকে ওই ৪২টন চাল ট্রলারে নিয়ে আসেন। নির্ভরযোগ্য সূত্রমতে, সরকারি ৪২টন চাল কালোবাজারে বিক্রি করেছে হিজলা উপজেলার কয়েকজন ¯’াণীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য। তাদের নেতৃত্ব দিয়ে এসেছে ওই উপজেলার কয়েকজন আ’লীগ নেতা। পরি¯ি’তি ধাপাচাপা দিতে হিজলার ¯’াণীয় সরকার দলীয় নেতারা বাউফলের প্রশাসনের সাথে দেন দরবার চালা”েছ বলে একাধিক সুত্র জানায়। বাউফল থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চালের উৎস খোঁজা হ”েছ। তদন্ত সাপেক্ষ ব্যব¯’া নেয়া হবে। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাতে উপজেলার বগা বাজারের একটি ব্যাক্তিগত খাদ্য গুদামে ট্রলার থেকে উঠানোর সময় ওই সরকারি ৪২টন চাল উদ্ধার করে প্রশাসন।