বাউফলে ৪ দিন ধরে যুবক নিখোঁজ

 বাউফলে ৪ দিন ধরে যুবক নিখোঁজ

ইমাম হোসেন মনা,বাউফল: পটুয়াখালীর বাউফলে মোঃ সাখায়েত হোসেন (২৫) নামে এক যুবক ৪ দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ওই যুবকের পিতার নাম মিনাজ উদ্দিন হাওলাদার। নুরাইনপুর গ্রামে তার বাড়ী। গত শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকা থেকে ঢাকাগামী গাজী সালাউদ্দিন লঞ্চে ওঠার পর নিখোঁজ হন তিনি। সাখায়েত লর্ড টুথ ব্রাশ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে বোরহান উদ্দি উপজেলায় কাজ করতেন।
পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে সাখায়েত তাঁর শ্বশুর বাড়ী উপজেলার স্বানেশ্বর গ্রাম থেকে কর্মস্থল বোরহান উদ্দিন উপজেলায় যায় । সেখান থেকে শনিবার সন্ধ্যায় বাড়ী আসার উদ্দ্যোশে গঙ্গাপুর লঞ্চঘাট থেকে গাজী সালাউদ্দিন লঞ্চে ওঠে। এরপর রাত পৌনে ৮ টার দিকে মুঠো ফোনে স্ত্রী কলি আক্তারের সঙ্গে কথা হয় তাঁর। এ সময়ে তাঁকে এগিয়ে নেয়ার জন্য পরবর্তী ষ্টেশন ধূলিয়া লঞ্চঘাটে লোক পাঠাতে বলে। স্বামীর কথা অনুসারে  স্ত্রী ধূলিয়া লঞ্চঘাটে তার এক আত্মীয়কে পাঠায়। কিন্তু ধূলিয়া ঘাট থেকে লঞ্চ ছেড়ে গেলেও শাখাওয়াতকে দেখতে না পেয়ে ওই আত্মীয় সাখায়েতের মুঠো ফোনে যোগাযোগ করলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এরপর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ ওই যুবকের মেঝ ভাই অনিচুর রহমান বলেন,  সাখায়েত লঞ্চ থেকে পড়ে যেতে পারে এমন ধরনা করে আমরা গত ৩ দিন ট্রলার ভাড়া করে নদীর বিভিন্ন পয়েন্টে খোঁজ করেছি। মাইকিং করে জেলেদের ও স্থানীয়দেরকে অবহিত করেছি। কিন্তু আজ পর্যন্ত কোন সন্ধান পেলাম না। সে ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবচেয়ে ছোট ছেলে ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনে বোরহানউদ্দিন থানায় অবহিত করা হয়েছে। অনুসন্ধান অব্যাহত রয়েছে’।