বাউফলে প্রতিপক্ষের হামলায় বাব ছেলে আহত

বাউফলে  প্রতিপক্ষের  হামলায় বাব  ছেলে  আহত

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লালমিয়া হওলাদার (৬০) ও তাঁর ছেলে নজরুল ইসলাম(৩২) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার সকালে কালিশুরী ইউনিয়নের পূর্ব ছিটকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই আহত লাল মিয়া হাওলাদার বাদী হয়ে চার জনকে আসামী করে থানায় একটি মামলা (মামলা নং-২০) দায়ের করেন। আহত লাল মিয়া হাওলাদার জানান, একই গ্রামের জয়নাল আকনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকের পর বিরোধপূর্ন ওই জমি তাঁর নামে রোয়েদাদ করে দেন সালিশগন।  রোয়দাদ অনুযায়ী দুই বছর পর্যন্ত ওই জমি ভোগ দখল করেন তিনি। শুক্রবার সকালে ওই জমিতে হালচাষ করতে গেলে বাধাঁ দেয় প্রতিপক্ষ জয়নাল আকন ও তাঁর লোকজন। এ সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জয়নাল আকনসহ তাঁর ৩ ছেলে রুবেল (৩০),ইউসুফ (২৫) ও আশিক (২০) তাঁকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তাঁর ছেলে নজরুল ইসলাম তাঁকে রক্ষা করার জন্য এগিয়ে এলে তাকেও ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা এসে তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর ছেলে নজরুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।