বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের প্রজ্ঞাপন জারি

বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের প্রজ্ঞাপন জারি

সাইফুল ইসলাম/ দূর্জয় দাস ,বাউফল প্রতিনিধি: বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়েছে ।  আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়  তার মধ্যে তালিকার ২৫ নম্বরে আছে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রজ্ঞাপন জারি সাথে সাথে আনন্দিত, ছাত্র/ছাত্রী শিক্ষক সহ এলাকাবাসী আলোক সজ্জায় সাজানো হচ্ছে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হাইস্কুলটি।  ১৯১৯ সালে এলাকার নাম অনুসারে পূর্ণ হাইস্কুলে উন্নীত করে নাম করন করা হয় বাউফল হাই স্কুল। স্কুলটি প্রতিষ্ঠাকালীন সময় প্রধান শিক্ষক ছিলেন বাবু সতিস চন্দ্র দাস। যুক্তফ্রন্টের সময় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাবু মনোরঞ্জন সিকদার বিএ বিটি (গোল্ডমেডালিষ্ট) ১৯৬৬ সালে এ স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এর পর পর্যায় ক্রমে বাউফলের অনেক খ্যাতিমান পন্ডিত ব্যাক্তিরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জনাব দরবেশ আলী মিয়া বিএবিটি ও আব্দুল জব্বার তালুকদার। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাউফলকে শিক্ষিত জনপদ হিসেবে খ্যাতি কুড়াতে অগ্রনী ভুমিকা পালন করে আসছে বিদ্যালয়টি।  তত্ত্ববাধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফকরুদ্দিন আহম্মদ ১৯৪৯ সালে ৬ষ্ঠ শ্রেণিতে এ বিদ্যালয় অধ্যায়ন করেছেন। এ বিদ্যালয় থেকে পাশ করে অগণীত মেধাবী ছাত্র দেশ তথা দেশের বাহিরে সরকারের উচ্চ পদে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানেরও এ বিদ্যালয় থেকে পাশ করা মেধাবী ছাত্ররা সরকারের উচ্চ পদে আসিন হয়ে শিক্ষিত বাউফলের সুনাম অক্ষুন্ন রাখছেন। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব কাজী আক্তারউদ্দিন এ বিদ্যালয়ের ছাত্র। আইসিটি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল মান্নান,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হারুন অর রশিদ এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চেয়ারম্যান ড.জাহিদ, এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ ছাড়া এ বিদ্যালয় থেকে পাশ করে বহু মেধাবী ছাত্র ডাক্তার,ইঞ্জিনিয়র হয়ে বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত আছেন। একারনেই বলা হয়ে থাকে বাউফলকে শিক্ষিত জনপদ হিসেবে সুখ্যাতি অর্জনে প্রতিষ্ঠানটি এখনও বাতি ঘর হিসেবে অগ্রণী ভুমিকা রাখছে। বর্তমান সরকারের শিক্ষার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে শিক্ষাকে যুগোপযোগী করতে পিছিয়ে নেই বিদ্যালয়টি। স্কুলটি নাম করনেও কিছুটা পরিবর্তন এনে নাম দেয়া হয়েছে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়।
২০১২ সাল থেকে একিভুত শিক্ষা চালু করা হয়েছে। তিন একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধূলার বিশাল মাঠ। বিদ্যালয়টিতে বর্তমানে কারিগরি শিক্ষা চালু আছে। ২০১৬ সালে বিজ্ঞান অলিমপিয়ার্ড প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হয়। প্রতিটি শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয়। কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়া হয়।  । প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান  জানান  বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারি করণে আমরা গবির্ত। এখানে ভালো শিক্ষক পাবো।  উপজেলা সদর স্কুল। অফিসার ছেলেমেয়ে এখানে লেখাপড়ার সুযোগ পাবে। বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় সফলতার আরেক ধাপ  অতিক্রম হলো সরকারিকরণ। যা দক্ষিণাঞ্চল বাউফল বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা