কুষ্টিয়া ভেড়ামারায় চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা

কুষ্টিয়া ভেড়ামারায় চলন্ত  ট্রেনের  সামনে লাফ দিয়ে  আত্মহত্যা
রোকনুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার উত্তর রেল ক্রসিং এর নিকটে  মরিয়ম (৪০) নামে এক মহিলা চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিহতের বাড়ি বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ‍্যামন গোরস্থান মসজিদের নিকটে অবস্থিত। সে নূর ইসলামের স্ত্রী। প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা পৌনে ১২ টার সময় ফারাকপুর রেলক্রসিংয়ের ১০০ গজ উত্তরে গোরস্থানের নিকটে এই ঘটনাটি ঘটে।  ১২:৪৫ ঘটিকার সময় কলকাতা থেকে ঢাকা গামী মৈত্রী এক্সপ্রেস আপার লাইন ধরে উক্ত স্থানে পৌঁছানো মাত্র পূর্ব থেকে সেখানে অবস্থানরত মরিয়ম তার পুত্রকে এক ঝটকায় সরিয়ে দিয়ে চলন্ত ট্রেনের ক‍্যাটল গার্ডের সামনে লাফিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ঘটনার পর বিপুল সংখ্যক লোকজন দূর্ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত নিহতের পুত্র মিরাজ (৭) জানায় বাড়িতে ঝগড়া ঝাটি করে রাগ করে তাকে সাথে নিয়ে তার মা বাড়ি থেকে বের হয়ে আসে। ভেড়ামারা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাফফর হোসেন এই প্রতিবেদককে জানান, আপ মৈত্রী ৩১০৮ ট্রেনটি ১২;৪৫ ঘটিকার সময় ভেড়ামারা রেলস্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তখন উক্ত ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু ঘটে।