বাউফলে পূজা মন্ডপে বিদ্যুৎ সরবরাহে কন্ট্রোলরুম

বাউফলে পূজা মন্ডপে বিদ্যুৎ সরবরাহে কন্ট্রোলরুম

 সাইফুল ইসলা, বাউফল  (পটুয়াখালী)  :

শারদীয় দূর্গাপুজা উৎযাপনে বাউফল ও দশমিনা উপজেলার ১০৮ টি মন্ডপে নিরবিঘেœ উৎসব পালনের লক্ষ্যে  কন্টোল রুম খোলা হয়েছে।  নিয়েছে পল্লী বিদ্যুৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি।  বাউফল জোনাল অফিস ডিজিএম ওমর আলী এক স্মাক্ষরিত পরিপত্রে জানা যায়, প্রতিটি মন্ডপে সচেতনতামূলক সতর্কীয়করণ পত্র দেওয়া হয়েছে। বিদ্যুৎ বন্ধ হওয়া মানেই লোড শেডিং নয়  প্রাকৃতিক বা কারিগরি ক্রটির কারনে  বিদ্যু বন্ধ হতে পারে।  বিদ্যুৎ বন্ধ হলে  দায়িত্বপ্রাপ্ত  টিম সদস্য নিকটস্থ অফিস যোগাযোগ করার জন্যখোলা হয়েছে কন্টোল রুম। মোবাইল নম্বর (০১৭৬৯৪০১৭৪৩, ০১৭৬৬৬৭৫০১৫)।  পাশাপাশি বাউফল , কালিশ্ররী এবং দশমিনা বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র মোবাইল নম্বর জানিয়ে ফেইসবুকে স্টাটার্স দেওয়া হয়েছে।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে পবিত্র আয়োজনেকে অপবিত্র না করা। সরকারি নির্দেশনা মত প্রতিটি  মন্ডপে  বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যথা জেনারেটর আইপিএস হ্যাজাক রাখার পরামর্শ দান করেন।  আভ্যান্তরীন ওয়ারিং পাশ্ব সংযোগ ইত্যাদি মান সম্পন্ন করে নিরাপত্তার বিধি অনুসরন করার আহবান জানান।  বিষয়িিট নিয়ে পূজা উদযাপন কমিটি পল্লী বিদ্যুৎ অফিস সংশ্লিস্ট কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান। এ প্রতিশ্রুতি পূজা চলাকালীন চলমাস থাকবে বলে প্রত্যাশা করেন।