বাউফলে তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান আটক ১৭

বাউফলে তেঁতুলিয়া  নদীতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান আটক ১৭

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) :

পটুয়াখালীর দশমিনা উপজেলার বুড়াগৌরাঙ্গ তেঁতুলিয়া নদীতে AvR  রাতে নৌ পুলিশ হাজীর হাট দশমিনা মৎস্য বিভাগের যৌথ অভিযান চলা কালে তেঁতুলিয়ার দক্ষিন পূর্ব সিমানায় চরহাদী চরশাহজালাল খালে ইলিশ লুটেরা চক্রের ১৭ সদস্যকে আটক করেএসময় তাদের কাছে থাকা ২০০০মিটার অবৈধ কারেন্ট জাল ০৮ কেজি মা ইলিশ এবং একটি ফিসিং বোট জব্দ করা হয় বলে জানান দশমিনা হাজীর হাট নৌ পুলিশ ফাঁড়ি ইন চার্জ এস আই সোহাগ,দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার আটককৃতরা হচ্ছে- রনগোপালদী ইউনিয়নের পূর্ব রনগোপালদী মৌজার কাশেম খারছেলে  জাহাঙ্গীর( ২০),  অজেত মুন্সির ছেলে  ইব্রাহীম মুন্সি(২৮), শাহআলম খারছেল  সাইফুল (২৭),  মান্নান মুন্সির ছেলে রেজাউল(২৬), আজিজ মুন্সির ছেলে   নুরুল ইসলাম() মোস্তফা মোড়লের ছেলে রাসেল মোড়ল(২০)  আলতাফ হাওলাদারের ছেলে, সায়েম(২৩),  পিতা সোহাগ(১৮), শহিদুল মোড়লের ছেলে জহিরুল(২৯), , কাশেম হহাং ছেলে বেল্লাল হাং(২৬) নজির হাং ছেলে সাসুদ(২০),পিতা ছেলে মামুন(২২),মোস্তফা মোড়লের ছেলে  রেজাউল ইসলাম(২৮) জাহাঙ্গীর খার ছেলে  মিরাজ খা(২০) মনির প্যাদার ছেলে  সবুজ প্যাদা (২০), শহিদুলের ছেলে জাহিদ(১৫) এবং আলমগীর প্যাদার ছেলে ওবায়দুল(১৩)  এদের প্রত্যেককে ১৯৫০ সনের মৎস্য সংরক্ষণ আইনের ,() ধারার বিধান মতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেনএদের মধ্যে  বয়স বিবেচনায় ওবায়দুলকে ৫০০০টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,এবং বাকী ১৬ জনকে বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন দশমিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস