কাল স্বপ্নের ঠিকানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাল  স্বপ্নের ঠিকানার  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আব্দুল আলীম খান, পটুয়াখালী , জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা। জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া তাপ বিদ্যুত কেন্দ্রে আগমনকে ঘিরে ব্যানার ফেস্টুনে ছেয়ে আছে কলাপাড়া।নির্মনাধীন পায়ড়া তাপ বিদ্যুত কেন্দ্রে ক্ষতিগ্রস্থ ১৩০টি পরিবারকে বরন করে নিতে প্রস্থুত ”স্বপের ঠিকানা” পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে এই পরিবারগুলো তাদের জমি-বসতভিটা হারিয়েছিলেন দুই বছর আগে। আগামী ২৭ অক্টোবর তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ঘর নয়, পরিকল্পিত এই প্রকল্পের মধ্যে রয়েছে করিগরী স্কুল, মেডিকেল সেন্টার, বাজার, মসজিদ, ঈদগাহ মাঠ, পুকুর, খেলার  মাঠ ও কবরস্থান। ১৬ একর জমির উপর স্বপ্নের ঠিকানা প্রকল্পিটি স্বপ্নের মত করেই নির্মিত। আর প্রকল্পিটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারর্স লিমিটেড এনডিই।