গলাচিপায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা।

গলাচিপায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ  শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা।

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা ঃ
বর্তমান শেখ হাসিনা এর সরকারের ১০টি অগ্রাধিকার ব্রান্ডিং উন্নয়ন প্রকল্প জনসাধারনের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসন দিনব্যাপি সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলা এক বর্নাঢ্য র‌্যালি মিছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল প্রাঙ্গন থেকে ব্যান্ড পার্টিসহ এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অফিসার্স ক্লাবে এসে শেষ করে। পরে গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন।বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতার মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনির হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী,জন-প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্রান্ডিং ১০ টি অগ্রাধিকার প্রকল্প যথা-একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ সেবা, কমিউিনিটি ক্লিনিক ও সামাজিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা উন্নয়ন বিষয়ে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।