বাউফলে আমন ধানের বাম্পার হওয়ার সম্ভাবনা

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি, পটুয়াখালীর বাউফল উপজেলায় খরিপ-২ মৌসুমে আমন আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে জমিতে আমন আবাদ বেশী হয়েছে। উপজেলায় ৩৫,৮০০ হেক্টর আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে ৩০০ হেক্টর আবাদ বেশী হয়েছে। এ বছর আমনের রোপার ক্ষেত দেখে কৃষকের মুখে হাসির অন্তনাই।

 জেলার পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি সূত্রে জানাগেছে, ২০১৮-১৯ খরিপ-২ মৌসুমে জেলায় দুইলক্ষ ১’শ ২২ হেক্টর জমিতে আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়ে ছিল। এ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে  দুই হাজার ৪’শ ৮৬ হেক্টর জমি আবাদ বেশী হয়েছে। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় উফশী ও স্থানীয় জাতের আবাদের লক্ষ্য মাত্রাছিল ২৬,৫৯৫ হেক্টর।

বাউফল ইউনিয়নের ইউনিয়নের কৃষক জাহ্ঙাগীর জানান, রোপা আমনের ক্ষেত অনেক ভাল  দেখা যায়,  বন্যা বাদল নাহলে ধানের ফলন ভাল হবে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাউফলের এর উপ-সহকারি কর্মকতা আনছার উদ্দিন মোল্লা জানান এ বছর পটুয়াখালীতে প্রতি হেক্টর জমিতে উফশী আমন ধানের উৎপাদন ধরা হয়ে ২.৭৮ মেঃটন। স্থানীয় জাতের আমন প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে ১.৫ মেঃটন। কোন ধরনের দুর্যোগ নাহলে আমনের ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা বেশী রয়েছে।