বাউফলে গ্রাম আদালতের ৯শ মামলা নিস্পত্তি

বাউফলে গ্রাম আদালতের ৯শ মামলা নিস্পত্তি

ইমাম হোসেন,বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা: বাউফল উপজেলায় গ্রাম আদালতের সক্রিয়করণ প্রকল্পের আওতায় ৯শ মামলা নিস্পত্তি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের তত্তাবধায়নে ইউরোপীয় ইউনিয়ন ও ইউ এন ডি পির আর্থিক ও কারিগরী সহায়াতায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নামে একটি সহযোগি সংস্থার মাধ্যমে ওই মামলাগুলো নিস্পত্তি করা হয়েছে। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বাদশা মিয়া  বলেন, উপজেলার ১৫ টি ইউনিয়েনে সংশ্লিষ্ট ইউনিয়ানের চেয়ারম্যান সহ ৫ সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেল করে একটি গ্রাম আদালত গঠন করা হয়। ওই আদালত গত বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত ১৫ টি ইউনিয়নে ৯শ  মামলা গ্রহন করেন এবং সব গুলি নিস্পত্তি করেন। এর আগে বিভিন্ন জায়গায় ভিডিও শো ,যুব কর্মশালা কমিউনিটির মত বিনিময় সভা ও সচেতনতা মুলক র‌্যালীর মাধ্যমে  গ্রাম আদালতের কার্যক্রম  সম্পর্কে সাধারন জনগনকে অবহিত করা হয়েছে।