পটুয়াখালী র‌্যাবের আভিযানে ০৮ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী র‌্যাবের আভিযানে  ০৮ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 আব্দুল আলীম খান, পটুয়াখালী  : র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বরগুনা জেলার আমতলী থানা এলাকায় টহল ডিউটি করাকালীন সময়ে মহিষকাটা বাজারের এলাকায় অবস্থান কালে ০৯-১১-১৮ ইং তারিখ আনুমানিক ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন কলেজ রোডের রাস্তার পশ্চিম পার্শ্বে আওয়ামীলীগ অফিসের সামনে পাকা রাস্তার উপর কতিপয় লোক অবৈধ মাদক দ্রব্য কথিত ইয়াবা ক্রয়/বিক্রয় করিতেছে।  প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ আভিযানিক দলটি কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন, এর নেতৃত্বে ইং ০৯/১১/১৮ তারিখ অনুমান ০১.৪৫ঘটিকায় উল্লেখিত ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০৩ জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ধৃত আসামী- ১।  সুজন মিত্র (২৫) পিতাঃ বিমল মিত্র, ২।  মোঃ রাসেল খান (১৮), পিতাঃ মোঃ ফারুক হোসেন খাঁন,  ৩। মোঃ সোহাগ হাওলাদার (২৫) পিতাঃ হানিফ হাওলাদার, সর্ব সাং কলেজ রোড, তালতলী পৌরসভা, থানাঃ আমতলী, জেলাঃ বরগুনা বলে জানায়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনগনের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশিকরে ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল সেট ও ৫টি সিম কার্ড উদ্ধার করেন । এ ব্যাপারে বরগুনা জেলার আমতলী থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।