জীববিজ্ঞান-২য় পত্র

জীববিজ্ঞান-২য় পত্র

শিখাব্যানার্জী

প্রভাষক, প্রাণিবিজ্ঞান

বাউফল সরকারি কলেজ

 

                                             সৃজনশীল প্রশ্ন

পড়ন্ত বিকেলে দু‘বন্ধু রফিক ও শফিক দীঘির পাড়ে বসেছিল। দেখল আকাশপথে পাখিরা দলবেঁধে যে যার নীড়ে ফিরছে।আবার দীঘির টলটলে পানিতে দেখল কিছুক্ষণ পরপর মাছেরা পানি থেকে মুখ তুলে আবার ডুব দিচ্ছে এবং অবলীলায় পানির বিভিন্ন গভীরতায় ভেসে বেড়াচ্ছে।

(ক)মায়োটোম কি?

(খ)অঙ্গুরিমাল প্রাণী বলতে কি বুঝ?

(গ)উদ্দীপকে উল্লিখিত ১ম জীবটির শ্রেণি উল্লেখপূর্বক বৈশিষ্ট্য লিখ।

(ঘ)উদ্দীপকে উল্লিখিত জীবদুটোর আবাসস্থলের ভিন্নতার সাথে শ্বসন পদ্ধতি জড়িত--বিশ্লেষণ কর।

উত্তর:--

(ক)v-আকৃতির পেশিকে মায়োটোম বলে।

(খ)কতগুলো সম আকৃতির আংটির মত খন্ডক দিয়ে গঠিত দেহবিশিষ্ট প্রাণীদের অঙ্গুরিমাল প্রাণী বলে।

যেমন-পর্বের প্রাণী।

(গ)উদ্দীপকে উল্লিখিত ১ম জীবটি শ্রেণির অন্তর্ভুক্ত।

এদের শ্রেণিতাত্বিক বৈশিষ্ট্য:--

(১)এদের দেহ মাকু আকৃতির,পালকে আবৃত।

(২)অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে।

(৩)এদের অস্থিসমূহ হালকা ও বায়ুপূর্ণ।

(৪)চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিনত হয়েছে।

এরা উষ্ণরক্তবিশিষ্ট প্রাণী।

উদাহরন--

 

(ঘ)উদ্দীপকে দুটো আবাসস্থলের উল্লেখ করা হয়েছে।একটি স্থলজ,অন্যটি জলজ।পাখিরা স্থলজ প্রাণী। এদের শ্বসন অঙ্গ ফুসফুস।নাসারন্ধ্র,নাসাগলবিল,শ্বাসনালী ও ফুসফুস এবং ৯টি বায়ুথলি নিয়ে পাখিদের শ্বসনতন্ত্র গাঠত।

বায়ুথেকে গৃহিত অক্সিজেন ফুসফুসের ক্ষুদ্রতম একক আলভিওলাস-এর মাধ্যমে রক্তে প্রবেশ করে।রক্তের মাধ্যমে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় দেহকোষে প্রবেশ করে জারন-বিজারন ঘটিয়ে কার্ব্ন-ডাই অক্সাইড উৎপন্ন করে।র্কাবন-ডাই অক্সাইড একই পথে বিপরীতমুখী হয়ে দেহ থেকে নির্গত হয়।

উদ্দীপকে ২য় জীব হল মাছ,এরা জলজ প্রাণী।এদের শ্বসনঅঙ্গ চারজোড়া ফুলকা,এগুলো গলবিলের পৃষ্ঠ-প্রাচীরে দুপাশে অবস্থিত ফুলকা গুলো ফুলকা রন্ধ্র দিয়ে বাইরে উন্মুক্ত।রন্ধ্রগুলো কানকো দিয়ে আবৃত।রন্ধ্রের পাশে ব্রাংকিওস্টেগাল পর্দা সহায়ক শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে।

মুখছিদ্র দিয়ে পানিতে দ্রবীভুত অক্সিজেন মুখগহবরে প্রবেশ করে ফুলকাগুলোর উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ফুলকায় বিদ্যমান কৈশিকজালিকার রক্তে কার্বন-ডাই অক্সাইডের সাথে বিনিময় ঘটায়।অর্থাৎ পানির অক্সিজেন ফুলকা-রক্তে প্রবেশ করে এবং কৈশিকজালিকার কার্বন ডাই অক্সাইড পানিতে নির্গত হয়ে ফুলকারন্ধ্র দিয়ে বেরিয়ে যায়।

অতএব বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত জীবদুটোর আবাসস্থলের ভিন্নতার সাথে শ্বসন পদ্ধতি জড়িত।