আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে গেলেন,ইঞ্জিঃ ফারুক

আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে গেলেন,ইঞ্জিঃ ফারুক

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন না বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহি সদস্য ও পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি’র সভাপতি  ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার। গতকাল শুক্রবার সকালে ঢাকা¯’ নিজ বাসভবনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপ¯ি’তিতে এ ঘোষনা দেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলা আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনয়নপত্র ক্রয়ের উদ্দ্যেশে ইঞ্জিনিয়ার ফারুক আহম্মদের বাসায় যান উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময়ে দলীয় মনোনয়নপত্র ক্রয় করতে অস্মতি জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন না বলে নেতাকর্মীদের জানিয়ে দেন তিনি। এরপরেও ওই দিন তাঁর পক্ষে একটি মনোনয়নপত্র ক্রয় করেন উপজেলা বিএনপি’র সহ:সাধারন সম্পাদক হুমায়ুন কবির। গতকাল শুক্রবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মনোনয়নপত্র পুরন করে ফারুক আহম্মেদের স্বক্ষর আনতে গেলে মনোনয়নপত্রে স্বক্ষর না করে ফিরিয়ে দেন উপ¯ি’ত নেতাকর্মীদের।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোঃ পলাশ জানান, ব্যবসায়িক ব্যস্ততার কারণে আপাতত অবসরে আছেন ইঞ্জিঃ ফারুক আহম্মেদ তালুকদার। তিনি শুধু সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না । তবে দলের পক্ষ হয়ে কাজ করবেন।
এব্যাপারে ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার সাথে মেঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। উপজেলা বিএনপি’র সহ:সাধারন সম্পাদক হুমায়ুন কবির সত্যতা স্বীকার করেন।