বাউফলে চরাঞ্চলে তরুন তরনীদের দল গঠন

সাইফুল ইসলাম, (নিজস্ব প্রতিনিধি): পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলে যুব তরুন তরনীদের উন্নয়নে দল গঠন করা হয়েছে। গ্রামীণ নারী উন্নয়ন সংস্থা (গ্রানাউস)  ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ টি ওয়ার্ডে  এ দল গঠন করেন। একশন এইড বাংলাদেশ বিএফআই প্রকল্প সহযোগিতায়  গ্রামীণ নারী উন্নয়ন সংস্থা (গ্রানাউস) চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর এলাকায় ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুন তরুনীদের গঠিত দলে ২০ জন সদস্য  রয়েছে। যুবদের নেতৃত্ব গঠন, এ্যাডভোকেসী, নেটওয়ার্ক তৈরী এবং স্থানীয় সংগঠন উন্নয়ন উদ্দেশ্য নিয়ে গঠিত দল সরকারি সেবাগ্রহনে চরাঞ্চলে সচেতনতা মূলক কাজ করবেন। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক রেহেনা বেগম, প্রোগ্রাম অফিসার মুহা: সাইফুল ইসলাম, এ্যাডমিন রেজাউল করিম, ফিল্ড ফেসিলিটর  মিলা আক্তারসহ স্থানীয় স্বেচ্ছাবক উপস্থিত ছিলেন।  জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার যুব উন্নয়নের অঙ্গিকারসহ ২৭ টি কর্মসূচী বাস্তবায়নে-২০১৯ জুলাই পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।