বাউফলে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

বাউফলে প্রাথমিক সমাপনী পরীক্ষা  শুরু

 এম অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ১৬টি কেন্দ্রে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী (২০১৮) সমাপনী পরীক্ষা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ বছর উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় মোট অংশগ্রহনকারীর সংখ্যা ৭ হাজার ১শত ২০ জন। এর মধ্যে প্রাথমিকে ছাত্র ২ হাজার ৭শত ৪৫জন এবং ছাত্রী ৩ হাজার ১ শত ৬৫জন। অপরদিকে ইবতেদায়ীতে ছাত্র ৬শত ৫৫জন এবং ছাত্রী ৫শত ৫৫জন। উল্লেখ্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ী সমাপনী শুরু হয় ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগ ভিত্তিক ফলাফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে খুদে শিক্ষার্থীদের সমাপনীর ফলাফল দেওয়া হয় গ্রেডিং পদ্ধতিতে।  শুরুতে পরীক্ষার সময় দুই ঘন্টা থাকলেও ২০১৩ সাল থেকে আধ ঘন্টা বাড়িয়ে আড়াই ঘন্টা পরীক্ষা নেওয়া হয়।  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হক জানান, এ বছর প্রাথমিক সমাপনীতে ছাত্রদের চেয়ে ৩শত ২০জন ছাত্রী বেশি অংশ গ্রহন করেছে। তবে বিশেষ ব্যবস্থায় কোন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।