মোবাইল ফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

মোবাইল ফোনে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

বাজারে আসছে শক্তিশালী ব্যাটারির ফোন। এটি গুগল পিক্সেল ফোন থ্রি। ফোনটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। শিগগিরই ফোনটি বাজারে আসার কথা রয়েছে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহৃত হয়েছে। 

গুগলের এই ফ্লাগশিপ ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির পি-ওলিড ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৩১২০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯।

ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র‌্যামের এই ফোনটি ৬৪ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।

গুগলের নতুন এই ফোন চলবে অ্যানড্রয়েড নাইন পাই ভার্সনে। যেটি সম্প্রতি অবমুক্ত করেছে গুগল।

ছবির জন্য গুগলের পিক্সেল ফোনে থাকছে ১২.২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।    
 
ফোনটি বাজারে আসলে এর দাম হবে ১১৭৯ ডলার।