চোঁখের মধ্যে দেড় ইঞ্চি গাছের টুকরো চিকিৎসকের অবহেলায় চোঁখ হারাল আবুল

সাইফুল ইসলাম, বাউফল:
ঢাকা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে চোঁখের চিকিৎসা নিতে গিয়ে চোঁখ হাারালো আবুল নামে একজন শ্রমিক। অবশেষে ভিক্ষা করে সংসার চালাচ্ছে। 
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে আবুল মৃধা। কাজ করতে গিয়ে ৫০ ফুট উচুতে গাছের ডাল কাটে। এক সময় ডাল ছিটকে পড়ে আবুল মৃর্ধার মাথা এবং চোখের উপরে। 
চোঁখে ব্যাথা পাওয়ার ১ সপ্তাহ মধ্যে ঢাকা¯’ ইস্পেহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতাল ভর্তি হলে অনেক পরীক্ষা নীরিক্ষা শেষ চোঁখ উপরে ফেলে।
বাড়ীতে আসার পর থেকে যন্ত্রণা বাড়তে থাকে। এক দিকে চোঁখ উঠে ফেলার দু:খ অপর দিকে যন্ত্রণা নিয়ে রাতে ঘুম নষ্ট হয়ে যায়।
দিন যতো এগিয়ে আসে ততোই যন্ত্রনায় বাড়তে থাকে। উপরে ফেলার ডান চোঁখে থেকে পুঁজ পড়তে শুরু করে। একদিন নিজের অজানতে বাকলসহ দেড় ইঞ্চি একটি কাঠটি বের হয়  উপওে  ফেলার  চোখের মধ্যে  থেকে।  বাম চোখ উপড়ে ফেললে ডান চোখে দেখতে পায় না। বর্তমানে দুই চোঁখ হারিয়ে ভিক্ষা করে সংসার চালাচ্ছে আবুল।