বরগুনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বরগুনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মো:হাইরাজ বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামে বসত ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হচ্ছেন, আবদুল মন্নান (৭৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৬৫)। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বসত ঘরের বারান্দায় একত্রে ঘুমিয়ে ছিলেন, আবদুল মন্নান ও তার স্ত্রী ফাতেমা বেগম। পাশের ঘরে ছিলেন, তার বড় ছেলে নজরুল ইসলাম সহ পরিবারের অন্য সদস্যরা। ধারনা করা হচ্ছে, গভীর রাতে স্বামী-স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, বৃদ্ধ আবদুল মন্নান দীর্ঘদিন ধরে অসুস্থ। প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছেন। তার ২ ছেলে থেকেও নেই। ছেলেরা অনেক আগেই বাবার সম্পত্তি লিখে নিয়েছেন। এরপর থেকে তার সন্তানরা  বাবা-মায়ের ভরন-পোষন দিতোনা।বর্তমানে মায়ের ৪৪ শতাংশ জমি লিখে নেবার জন্য ছেলেরা পায়তারা করে আসছিলো। জমি লিখে না দেয়ায় বড় ছেলে নজরুল ইসলাম ননী ও তার স্ত্রী বিথী একাধিকবার বৃদ্ধ বাবা-মাকে মারধর করেছে। এলাকাবাসী এ বিষয়  একাধিকবার সালিশ বৈঠক করেছে। ছোট ছেলে জহিরুল ইসলাম বরগুনা শহরে বসবাস করেন। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি ২ ছেলেসহ পরিবারের সদস্যদের নজরদারীতে রাখা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এ হত্যা রহস্য উদঘটিত হবে