বাউফল সরকারি কলেজের ৩১ শিক্ষক জাতীয়করণভুক্ত

বাউফল সরকারি কলেজের ৩১ শিক্ষক জাতীয়করণভুক্ত

সাইফুল ইসলাম ,বাউফল: 

বাউফল সরকারি কলেজ ৩১ জন শিক্ষক জাতীয়করন ভুক্ত হয়েছে। 
উপ সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত একটি বার্তার মাধ্যমে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ধীন জাতীয়করণকৃত সরকারি কলেজ ৩১ জন শিক্ষককে জাতীয়করন কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আতœীয়করন বিধিমালা ২০০০ এর বিধি ০৩ এর ০৫ বর্নিত বিধান মোতাবেক জাতীয়করন ২০১৬  থেকে নিয়োগ কার্যকর হচ্ছে। 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষামন্ত্রনালয় মাধ্যমিক উচ্চ মাশ্যমিক শিক্ষা বোর্ড সরকারি কলেজ-৫ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা প্রেরিত ম্মাররক ১৭.৩৩৭ তারিখ ৪ ডিসেম্বর ২০১৮ খ্রী: 

 বাউফল সরকারি কলেজ জাতীয়করন নিয়োগ প্রাপ্ত বিভাগ হচ্ছে-বাংলা বিভাগ ৩, পদার্থ বিজ্ঞান ২, প্রানী বিজ্ঞান ২, মৃতিকা ১,গনিত ২,পরিসংখ্যান ১, রাস্ট্রবিজ্ঞান ৩, অর্থনীতি ১, সমাজ বিজ্ঞান ৪, দর্শন ১, ইতিহাস সংস্কৃতি ২, ইসলামী স্টাডিজ ২, হিসাববিজ্ঞান ৩, ব্যবস্থাপনা ১, মার্কেটি- ১। 
বাউফল কলেজ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৬ সালে ১২ এপ্রিল সরকারি করন করা হয়। 
বাউফল কলেজ শিক্ষক জাতীয়করনভুক্ত নিয়োগ কার্যকর হওয়ায় কলেজ চত্বর  ছিল উৎসব মুখর। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি অনুাষ্ঠানিক ভাবে কলেজ সকল শিক্ষক সাথে লাঞ্চ সভায় অংশগহন করেন।