পটুয়াখালী ২ বাউফলে ফিরোজ এমপি আওয়ামীলীগ মনোয়ন ও সহিদুল আলম তালুকদার প্রার্থী সিইসি আপিলে বৈধতা পেয়েছে

 পটুয়াখালী ২ বাউফলে ফিরোজ এমপি আওয়ামীলীগ মনোয়ন ও সহিদুল আলম তালুকদার প্রার্থী সিইসি আপিলে বৈধতা পেয়েছে

সাইফুল ইসলাম , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 
পটুয়াখালী ২ বাউফল আসনে আওয়ামীলীগ মনোনীত আ.স.ম ফিরোজ এমপি দলীয় মনোনয়ন এবং জাতীয়তাবাদী (বিএনপি) মনোনীত সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার প্রার্থী  সিইউসি আপিল থেকে বৈধতা নিয়ে নির্বাচনে যাচ্ছে। 

জাতীয় সংসদ নির্বাচন প্রধান দুই দলের মধ্যে আওয়ামীলীগ মনোয়ন নিয়ে  আ.স,ম ফিরোজ ঋণ খেলাপী এবং জাতীয়তাবাদী বিএনপি শহীদুল আলম তালুকদার কারাদন্ড আইনী জটিলতা আটকে গেলে সর্বশেষে সিদ্ধান্ত দুইজন প্রার্থী বৈধতা পেয়েছে। ফলে চাঙ্গা হয়ে উঠেছে বাউফল নির্বাচনী এলাকা।

আজ স্ইিউসি আপিল বিভাগ থেকে জাতীয়তাবাদী বিএনপি প্রার্থী সহিদুল আলম তালুকদার প্রার্থীর বৈধতা পেয়েছে। এদিকে   গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২  ্আারপিও ১৯৭২ এর আর্টিক্যাল ১৬ (২) ও ১৬ (৩) অনুযায়ী ক্ষমতাবলে আ.স.ম ফিরোজ এমপি দলীয় মনোনীত প্রার্থী হিসাবে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
 একাদশ জাতীয় সংসদ নির্ব াচন পটুয়াখালীর ২ বাউফল বিভিন্ন দলের মনোয়ন ফরম ক্রয় করেছেন ১২ জন।  গত ২৮ নভেম্বর শেষ দিন মনোয়ন পত্র দাখিল করেছে ৯ জন। জেলা রিটানিং অফিসার  মনোয়ন বাছাইতে ৩ জন বাতিল হলেও বিএনপি সহিদুল আলম তালুকদার মনোনয়ত বৈধতা জানানো হবে স্থাগিত রাখা হয়। সহিদুল আলম তালুকদার প্রার্থী  মনোয়ন পত্র আপিল  বিভাগে গেলে বৈধতা  ফিরে পায়। 

কিন্তু সাড়ে ৪ লক্ষ লোকের প্রত্যাশিত এ নির্বাচনে  নতুন মুখ না আসলে ও চেনা দুইজনের মধ্যে হবে হাড্ডা লড়াই ।