বিজেপিকে মুসলিম বিরোধী, পাকিস্তান বিরোধী বলে তোপ ইমরানের

বিজেপিকে মুসলিম বিরোধী, পাকিস্তান বিরোধী বলে তোপ ইমরানের

বরিশাল লাইভ ডেক্স:

ফের প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে কড়া বাউন্সার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। এ বার সরাসরি ভারতের ক্ষমতাসীন দল, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন পাক প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার নেতারা ‘মুসলিম বিরোধী, পাকিস্তান বিরোধী’।

ওয়াশিংটন পোস্ট-এ একটি সাক্ষাৎকার দেওয়ার সময় পাক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য আপনি সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু, ভারত প্রত্যাখ্যান করেছে, কী বলবেন?’’ এই  প্রশ্নের উত্তরে ইমরান বলেন, ‘‘আমি জানি, এই মুহূর্তে সে দেশে নির্বাচন চলছে। সেখানকার শাসক দল মুসলিম বিরোধী এবং পাকিস্তান বিরোধী মনোভাবে চলে। তাই তারা আমার সমস্ত প্রস্তাব স্রেফ উড়িয়ে দিয়েছে।’’

চার মাস হতে চলল পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন ইমরান খান। নতুন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দু’দেশের আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব দেওয়া হয়েছিল, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে পাকিস্তানের সঙ্গে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে করার জন্য। ‘সন্ত্রাস ও আলোচনা’ এক সঙ্গে চলতে পারে না— এই যুক্তিতে প্রস্তাবের বাতিল করে নয়াদিল্লি।