দৌলতপুরে হানাদার মুক্তদিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৌলতপুরে হানাদার মুক্তদিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান কুষ্টিয়া॥

আজ ৮ ডিসেম্ববর ২০১৮। কুষ্টিয়া দৌলতপুর হানাদার মুক্তদিবস। কুষ্টিয়া দৌলতপুরে হানাদার মুক্তদিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সম্মানীত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। সভাপতির আসনে ভারপ্রাপ্ত কমান্ডার সু্যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার। উপস্থিত আছেন জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বৃন্দ।বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। জাতীর বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও সম্মানীত সুধী  বক্তের এক ফাঁকে মুক্তিযোদ্ধা সন্তান অনুজ" শেখ ফজিলাতুন্নেছা  মুজিব মহিলা " কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল আজম বিকো বলেন, ২০০২ এর  বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীরর মত আর কোন মুক্তিযোদ্ধারর মাজাই যেন পুলিশি দড়ি না পড়ে।  বক্তব্যে ফিরোজ আল মামুন বলেন যখন স্বাধীনতা বিরোধী কাতারে  মুক্তিযোদ্ধা দেখি  হৃদয়ে রক্ত ক্ষরণ হয়।  আমার পক্ষ থেকে সামনে ৩০ ডিসেম্ববর  নৌকার পক্ষে আর একটি ভোট যুদ্ধ দেখতে চাই। সম্মানীত বীর মুক্তিযোদ্ধা সালাম জানিয়ে শেষ করলাম।