ফের প্রতিবাদের ঝড়, প্যারিসে স্তব্ধ জনজীবন

ফের প্রতিবাদের ঝড়, প্যারিসে স্তব্ধ জনজীবন

বরিশাল লাইভ ডেক্স:

বিক্ষোভ-প্রতিবাদের চাপে আগামী বাজেটে জ্বালানির দাম না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইমানুয়েল মাকরঁর সরকার। তবে শান্তি ফেরেনি ফ্রান্সে। ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকে এগিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি ছিল গত সপ্তাহেই। সেই মতোই শনিবার দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে ফের বিক্ষোভে শামিল হন প্রায় ৩১ হাজার মানুষ। ফ্রান্সের উপ-অভ্যন্তরীণ মন্ত্রী লঁরো নুনে‌জ জানান, অন্তত ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। মুখোশ, হাতুড়ি, গুলতি এবং পাথর-সহ গ্রেফতার করা হয়েছে অন্তত ৩৪ জনকে। 

আজ ভোর থেকেই হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন প্যারিসের শঁজ়ে লিজ়েতে। গত শনিবারই সংঘর্ষ হয়েছিল এখানে। প্রতিবাদীদের অভিযোগ, প্রেসিডেন্ট  ইমানুয়েল মাকরঁ শুধু বিত্তশালীদের কথাই ভাবছেন।

ছবি- রয়টার্স