গলাচিপার নদীতে জেগে ওঠা চরকে “জয় বাংলার চর” হিসেবে নামকরন

গলাচিপার নদীতে জেগে ওঠা চরকে  “জয় বাংলার চর” হিসেবে নামকরন

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
মহান বিজয়ের মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রাবনাবাদ নাদীতে পক্ষিয়া ও নলুয়াবাগী সীমানায় নতুন জেগে ওঠা একটি চরকে “জয় বাংলার চর” হিসেবে নামকরণ করা হয়েছে। জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো; নিজাম উদ্দিন তালুকদার এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও জয় বাংলার চরের নামকরন সাইনবোর্ড লাগিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান (মোহন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বারেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও রাঙ্গাবলী উপজেলা কমান্ড হাজী মনির হোসেন, জেলা পরিষদ এর সদস্য মো: মোশারেফ হোসন, জাসদ জেলা সহ সভাপতি মো: আইউব আলী (মন্টু), বীর মুক্তিযোদ্ধা মো: হালিম খলিফা, বীর মুক্তিযোদ্ধা মো: কাদের বিশ্বাস সহ এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ, পক্ষিয়া ও নলুয়াবাগী এলাকার লোকজন এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য জয় বাংলা চরটি প্রায় পাঁচশত একর জমি হবে বলে ধারণা করা হচ্ছে। বক্তারা জেগে ওঠা নতুন চরের সরকারী ভাবে ম্যাপ তৈরি করে প্রকৃত ভূমিহীন ও নদী ভাংতি পরিবার, অসহায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে বন্দোবস্ত দেওয়ার দাবি জানায়।