মানুষকে রোবটের পোশাক পরিয়ে লোক ঠকালো রাশিয়ান সংস্থা!

মানুষকে রোবটের পোশাক পরিয়ে লোক ঠকালো রাশিয়ান সংস্থা!

বরিশাল লাইভ অনলাইন ডেক্স:

কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিছুদিন আগেই ‘রোবট সোফিয়া’কে গান গাইতেও দেখা গিয়েছে। কিন্তু রাশিয়ার একটি টেক-শোতে সম্প্রতি যা করলেন আয়োজকরা, সেটাকে জোচ্চুরি বললে ভুল কিছু হবে না। রোবটের সাজপোশাক পরে নাচ শেখার ভঙ্গিমা করলেন এক ব্যক্তি। কিন্তু টেক-শোয়ের দর্শকরা ভাবলেন, আহা কী উন্নত রোবট!

সম্প্রতি রাশিয়ার ইয়ারোস্লাভে আয়োজন করা হয়েছিল একটি টেক-শোয়ের। সেই টেক শোয়ের প্রধান আকর্ষণ ছিল ‘বরিস’ নামের একটি রোবট। হাঁটা, কথা বলার পাশাপাশি ‘নাচ শিখতে পারা’ ছিল এই রোবটের সবথেকে বড় আকর্ষণ।

অনুষ্ঠানের দিন মঞ্চে নাচ শিখে তা পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয় রোবট বরিস। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এই রোবটকে ‘হাই-টেক’ উদ্ভাবন অ্যাখ্যা দিয়ে প্রশংসাও করা হয়।