ইয়েমেন লড়াই: সৌদি অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন সেনেট

ইয়েমেন লড়াই: সৌদি অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন সেনেট

বরিশাল লাইভ অনলাইন ডেক্স:

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট ইয়েমেনে সৌদি আরবের অভিযান থেকে মার্কিন সামরিক সাহায্য প্রত্যাহার করে নেয়ার পক্ষে এক প্রস্তাবে ভোট দিয়েছে।

মার্কিন সেনেট একই সঙ্গে সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে আরেকটি প্রস্তাব গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো ১৯৭৩ সামরিক শক্তি বিষয়ক আইন ব্যবহার করে ইয়েমেনে সৌদি অভিযানের ওপর সেনেটে ভোট গ্রহণ করা হলো।

এই ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু সতীর্থ রিপাবলিকান দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন।

তবে এই প্রস্তাবকে মূলত প্রতীকী হিসেবে দেখা হচ্ছে এবং এটা আইন হিসেবে গৃহীত হবে এমন সম্ভাবনাও কম।

ইয়েমেনে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র গত মাস থেকেই সৌদি যুদ্ধবিমানগুলিতে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে।

যুবরাজ মোহাম্মদের প্রশ্নে মার্কিন সেনেটের সিদ্ধান্ত ছিল সর্বসম্মত।