পটুয়াখালী-৩ আসনে প্রচারনায় ধানের শীষের চেয়ে নৌকা এগিয়ে

পটুয়াখালী-৩ আসনে প্রচারনায়  ধানের শীষের চেয়ে নৌকা এগিয়ে

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসন প্রচারনায় ধানের শীষের চেয়ে নৌকা এগিয়ে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সিইসি নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা প্রতীক বরাদ্দের পরপরই প্রচারনা নেমে পড়েন। বিপরীতে ধানের শীষ প্রতীকের প্র্র্রার্থী সাবেক সংসদ সদস্য সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনি। 
এদিকে,শুক্রবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভা অবস্থিত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামীগের জনসভা অনুষ্ঠিত হয়। গলাচিপা পৌসভার মেয়র আহসানুল হক তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌকার সমর্থিত প্রার্থী এসএম শাহজাদা। এছাড়া বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, বর্তমান উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, সভানেত্রী নুরুন্নাহার বেগম, গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমার প্যাদা,আ’লীগ নেতা সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ, তপন বিশ্বাস, মেহেদী মাসুদ জুয়েল, আবিদ হোসেন রুবেল প্রমুখ। আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহজাদা প্রতি মুহূর্ত তিনি ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি ইউনিয়নের জনসভা, পথসভা, কর্মীসভাসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা করে চলছে। পুরো দমে চলছে মাইকিং ও পোষ্টার বিতরনের কাজ। এতে প্রতিটি জনসভা উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে বিপুল মানুষের আগমন ঘটে বলে জানান মেহেদী মাসুদ জুয়েল।
নির্বাচনে প্রচারনায় কিছুটা পিছিয়ে বিএনপি থেকে মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি। ঢাকা থেকে ১২ ডিসেম্বর তিনি নির্বাচনী মাঠে প্রবেশ করেন। এরপর তিনি কয়েকটি পথসভায় অংশ নিয়ে তার উলানিয়ায় নিজ বাসায় উঠেন। পরের দুইদিন তিনি বাসায় বসে উপজেলা বিএনপির নেতা কর্মীদের সাথে মিটিং করেছে বলে জানা যায়। 
এ ছাড়া পটুয়াখালী- ৩আসনে আরও দুইজন প্রার্থী হলেন জাতীয় পার্টির মাওঃ হাফেজ সাইফুল ইসলাম ও ইসলামী শাসন-তন্ত্র আন্দোলনের ডাক্তার কামাল খান।