পটুয়াখালীতে ‘নিরাপদ খাদ্য ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালীতে ‘নিরাপদ খাদ্য ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উদ্যোগে ‘নিরাপদ খাদ্য ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক দরবার হলে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পটুয়াখালী শাখার সহ-সভাপতি শ.ম দেলোয়ার হোসেন দিলিপ এর সভাপতিত্বে ও ট্রেজারার উপাধ্যক্ষ এস.এম কবিরের সঞ্চালনায় ‘নিরাপদ খাদ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত, দি-পটুয়াখালী চেম্বার  অব কমার্স এন্ড ইন্ডিাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ। মেসিনারে প্রতিপাদ্য বিষয়ের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহম্মদ ইকরামুল্লাহ। বক্তব্য রাখেন সিপিবি সভাপতি কমরেড মোতালেব মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ক্যাবের সাধারন সম্পাদক এ.এইচ মুনসুর, সহ-সভাপতি ওমরে আজম, সদস্য মাহফুজা ইসলাম, অনন্যনা মহিলা সমিতির পরিচালক শিরিন নাহার প্রমুখ। সেমিনারে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ ৬০জন প্রতিনিধি অংশগ্রহন করেন।