নতুন ওয়েবক্যাম আনছে মাইক্রোসফট

নতুন ওয়েবক্যাম আনছে মাইক্রোসফট
উইন্ডোজ ১০ ও এক্সবক্স ওয়ান-এর জন্য ২০১৯ সালে ওয়েবক্যাম আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট।

সামনের বছর নতুন দুইটি ওয়েবক্যাম আনবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটিতে থাকবে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, যা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

অন্য ক্যামেরাটি মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ক্যামেরার সামনে আসলে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহককে লগইন করাবে এটি। ধারণা করা হচ্ছে একের অধিক অ্যাকাউন্টে কাজ করবে এই ফিচারটি।

চলতি বছরের অক্টোবরে নতুন ওয়েবক্যাম আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মাইক্রোসফট সারফেইস প্রধান প্যানোস পানায়। ভার্জের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সারফেইস ব্র্যান্ডের ওয়েবক্যাম আনার চেষ্টা করছে মাইক্রোসফট, সারফেইস হাব ২ এর ক্যামেরা দেখুন, খেয়াল করুন এটি একটি ইউএসবি-সি ক্যামেরা এবং ধারণাটি হলো আমরা উচ্চ ক্ষমতার ক্যামেরার অভিজ্ঞতা আনতে পারি, আপনি হয়তো ধারণা করতে পারছেন এমনটা হতে যাচ্ছে।”

২০১৯ সালে সারফেইস হাব ২এস আনার পরিকল্পনাও রয়েছে মাইক্রোসফটের। এর জন্য যদি আলাদাভাবে ইউএসবি-সি সারফেইস হাব ২ ক্যামেরা আনা হয়, তবে একই ক্যামেরা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।