সমুদ্রগর্ভে অগ্ন্যুৎপাতের জেরে সুনামি, ইন্দোনেশিয়ায় মৃত কমপক্ষে ২২২ জনে দাঁড়িয়েছে।

সমুদ্রগর্ভে অগ্ন্যুৎপাতের জেরে সুনামি, ইন্দোনেশিয়ায় মৃত কমপক্ষে  ২২২ জনে দাঁড়িয়েছে।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি। তবে এবার ভূমিকম্প নয়, সমুদ্রে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের জেরে।

দক্ষিণ সুমাত্রার সুন্দা প্রণালীর চারপাশের সৈকতগুলোতে সুনামির জেরে মৃত্যু হল দু’শোর বেশি মানুষের। আহতের সংখ্যা ৬০০-এর বেশি। বহু মানুষ নিখোঁজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ সুনামি আছড়ে পড়ে দক্ষিণ সুমাত্রায়।

জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র সুতোপো নুগরোহো সুনামি আছড়ে পড়ার খবর জানিয়ে বলেছেন, এ দিনের সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবেই এ দিনের সুনামির কারণ। ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যকার সুন্দা প্রণালীতে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ ক্রাকাতোয়া। এখানকার অগ্নেয়গিরি থেকে এর আগেও বহুবার ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে।