‘অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনের জন্য নীতিমালা-রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে’

‘অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনের জন্য নীতিমালা-রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে বর্তমান ডিজিটাল বিশ্বের অপরিহার্য বাস্তবতা উল্লেখ করে বলেন, দেশে এই মাধ্যমটি’র ব্যবহার যাতে সঠিকভাবে হয় সেজন্য নীতিমালা এবং রেজিস্ট্রেশন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে অনলাইনে ভুঁইফোড় গণমাধ্যমের তৎপরতা কমে যাবে। অনলাইন টেলিভিশনের জন্য একই ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিরসনের জন্য কাজ করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই’।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রামের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমূহ, সাংবাদিক, প্রশাসন, আইনজীনী, পেশাজীবীসহ বিভিন্ন পর্যায়ের সুধী নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য প্রদান ও মতবিনিময়কালে তথ্যমন্ত্রী উপরের কথাগুলো বলেন।

তিনি বলেন, যতো দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে এটি বাস্তবায়নে এমাসের ২৮ তারিখ সময়সীমা দেয়া হয়েছে। টেলিভিশন সাংবাদিকতাও ওয়েজবোর্ডের আওতায় আসা দরকার। কেউ ঘোষণা দিয়ে ওয়েজবোর্ড বাস্তবায়ন না করলে তা তদারকি করা হবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী গত দশ বছরে বাংলাদেশের বিভন্নমাত্রিক উন্নয়নের বিস্তারিত চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি গণমানুষের সমৃদ্ধির জন্য স্বপ্ন বাস্তবায়নও করেন। জাতিসংঘ, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক মহল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করছে আজ। তিনি নিজেকে চট্টগ্রামের সন্তান উল্লেখ করে বলেন, দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করা এবং উন্নয়নের ধারাকে আগের গতিতে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আগামি পাঁচ বছর সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, মন্ত্রী হিসেবে কাজের দায়িত্ব সারাদেশে বিস্তৃত হলেও চট্টগ্রামের উন্নয়নের জন্য তার দায়দায়িত্ব অপরিসীম। তিনি এই দায়িত্ব চট্টগ্রাম আওয়ামী লীগের সর্বস্তরের নেতাদের সাথে নিয়ে সম্পাদন করতে চান বলে জানান। তিনি চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরন্তর কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার সময়সীমা ৬ ঘন্টা থেকে ১২ ঘন্টায় উন্নীত করা এবং টেরিস্ট্রিয়াল পদ্ধতিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার সারাদেশে বিস্তৃত করার কাজ চলছে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক