মির্জাগঞ্জে শিশুর গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের গ্রেফতার ১

 মির্জাগঞ্জে শিশুর গলাকেটে হত্যার  ঘটনায়  মামলা দায়ের গ্রেফতার ১

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ মির্জাগঞ্জে  ৫ম শ্রেণির এক শিশুকে গলাকেটে নির্মম ভাবে হত্যার ঘটনায় আজ রোববার মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশু সিয়ামের বাবা মো. শাহাজাহান গাজী বাদি হয়ে একই বংশের চাচাতো ভাইয়ের ছেলে মো. জসিম উদ্দিন জুয়েলকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৭/৮ কে আসামী করে এ মামলা দায়ের করেন। বিকাল ৬টায় এ রির্পোট লেখা পর্যন্ত এজাহার নামীয় মো. খোরশেদ আলম নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
মামলার বিবরণে জানাযায়, নিহত সিয়ামের বাবা মো. শাহজাহান গাজী এবং একই বংশের চাচাতো ভাই মো. ইসমাইল গাজী গংদের মধ্যে  প্রায় ২০/২৫ বছর যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং উভয় পক্ষে আদালতে একাধিক মামলা পাল্টা মামলাও হয়েছে। মো. শাহজাহান গাজীর অভিযোগ তার বংশ নির্বংশ করতেই তার একমাত্র ছেলে সিয়ামকে ইসমাইল গাজী পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছেন।
প্রসঙ্গত: উপজেলার সুলতানাবাদ গ্রামে খাটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সিয়াম বাড়ির পাশে মাহফিল শুনতে গিয়ে গত শুক্রবার সন্ধ্যায়  নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘন্টা পর বাড়ি সংলগ্ন ধান ক্ষেত থেকে সিয়ামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে গতকাল রোববার বিকালে তার পরিবারের কাছে সিয়ামের লাশ হস্তান্তর করা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকাল ৫টায় তার জানাযা নামাজে হাজারও মানুষের ঢল নামে ।
মির্জাগঞ্জ থানা এ  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম জানান, এজাহার নামিও ৬নং আসামী মো. খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আশা রাখি খুব শীঘ্রই শিশু সিয়াম হত্যার মূলরহস্য উদঘাটন হবে।