পটুয়াখালী সরকারি কলেজে জাতীয় নজরুল সম্মেলন ও আলোচনা সভার আয়োজন।

পটুয়াখালী সরকারি কলেজে জাতীয় নজরুল সম্মেলন ও আলোচনা সভার আয়োজন।
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধি :গত ১৬ ই ফ্রেরুয়ারী সকাল ১০ ঘটিকার সময়  পটুয়াখালী  সরকারি কলেজের আয়োজনে জাতীয় নজরুল সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব করেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী জেলা প্রশাসক,প্রধান অতিথিঃ মোঃ আব্দুর রাজ্জাক ভুঞা নির্বাহী পরিচালক (অতি.সচিব) কবি নজরুল ইনস্টিটিউট, বিশেষ  অতিথিঃ প্রফেসর মুহম্মদ শাহ আলমগীর,ভাইস প্রিনসিপল সরকারি কলেজ,ও মোঃ নুরুল হাফিজ এডিএম জেলা প্রশাসক কার্যালয় পটুয়াখালী। সভায় মুখ্য আলোচকঃ অধ্যাপক সৌমিত্র শেখর,বাংলা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে।আলোচকঃ জনাব সেলিনা আকতার,সহকারী অধ্যাপক,সরকারি কলেজ পটুয়াখালী।স্বাগত ভাষনঃ জনাব মোঃ আব্দুর রহিম,সচিব (উপসচিব) ও প্রকল্প পরিচালক, কবি নজরুল ইনস্টিটিউট এছাড়াও অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষীকা সহ ছাত্র-ছাত্রীরা।নজরুল সম্মেলনে উপস্থিত সকলে বিশ্ব কবিকে স্মরন করে বলেন তার জীবনের লেখা অনেক কাব্যগ্রন্থ্য কবিতা গান যা আমরা সকলে আজীবন মনে রাখাতে এই নজরুল সম্মলন সভার আয়োজন। এছাড়াও বিশ্ব কবি নজরুলকে সম্মরন করে আলোচনা আবৃত্তি নজরুল সংগীত পরিবেশন করা হয়।